IQNA

পরিকল্পনা | সকাল-সন্ধ্যা তোমার রবকে স্মরণ কর

ইকনা: মহান আল্লাহর পবিত্র বাণীর নির্দেশিকা এবং আত্মা-প্রদানকারী আয়াতের প্রতি মনোযোগ দেওয়ার সংস্কৃতির প্রচারের লক্ষ্যে, প্রতিটি দিনে, “ইকনা” এই পবিত্র গ্রন্থের আয়াতগুলি গ্রাফিক ডিজাইন আকারে সামাজিক নেটওয়ার্কগুলিতে প্রকাশ করে (টেলিগ্রাম, ইটা, রুবিকা , শাদ এবং ইনস্টাগ্রাম)।

মহান আল্লাহর পবিত্র বাণীর নির্দেশিকা এবং আত্মা-প্রদানকারী আয়াতের প্রতি মনোযোগ দেওয়ার সংস্কৃতির প্রচারের লক্ষ্যে, প্রতিটি দিনে, “ইকনা” এই পবিত্র গ্রন্থের আয়াতগুলি গ্রাফিক ডিজাইন আকারে সামাজিক নেটওয়ার্কগুলিতে প্রকাশ করে (টেলিগ্রাম, ইটা, রুবিকা , শাদ এবং ইনস্টাগ্রাম)।

 

وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ

এবং নিজ প্রতিপালককে মনে মনে সবিনয়ে ও শংকিতচিত্তে অনুচ্চস্বরে সকাল-সন্ধ্যায় স্মরণ কর, আর উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ো না।

সূরা আ’রাফ, আয়াত: ২০৫

آیه گرافیک

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا

নিশ্চয় আমরা তাকে পথের নির্দেশ দিয়েছি; হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে।

সূরা ইনসান, আয়াত: ৩


آیه گرافیک


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ

 হে আমার প্রতিপালক! তুমি আমাকে সামর্থ্য দান কর

সূরা নামল, আয়াত: ১৯


آیه گرافیک


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى

যারা সত্য পথে আছে আল্লাহ তাদের পথনির্দেশে আধিক্য প্রদান করেন

সূরা মারইয়াম, আয়াত: ৭৬


آیه گرافیک


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ

 ‘হে আমার প্রতিপালক! তুমি (আমাকে) ক্ষমা কর এবং (আমার প্রতি) করুণা কর, তুমি তো সর্বোত্তম করুণাময়।’

সূরা মু’মিনূন, আয়াত: ১১৮


آیه گرافیک


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ

সুতরাং সর্বদা ঈমানদার ভাইদের মধ্যে শান্তি স্থাপন কর

সূরা হুজুরাত, আয়াত: ১০

آیه گرافیکا

captcha